Prioblogging এর পক্ষ থেকে SEO বাংলা টিউটোরিয়ালের প্রথম পর্বে সকলকে স্বাগতম। আমদের যাদের অনলাইন আর্নিং সম্পর্কে কিছুটা ধারনা আছে তারা কখনো না কখনো SEO কথাটি শুনে থাকবেন। তাই
আমরা যারা ব্লগিং সম্পর্কে জানি তারা হয়তো জেনে থাকবো ব্লগিং এর সবথেকে গুরুপ্তপূর্ণ কাজ হলো SEO করা এবং একটি ব্লগকে র্যঙ্ক করানোর জন্য এর প্রভাব কতটুকু। তো আপনারা যারা এই শব্দটির সাথে পরিচিত আছেন এবং যাদের এ ব্যপারে কোনো ধারনায় দুধরনের মানুষকেই বোঝানোর চেষ্টা করব।
কিন্তু এছাড়াও একটা ব্যপার আছে সেটা হয়তো আমরা অনেকেই খেয়াল করে দেখিনা। মনে করুন আমি Google.Com এ গিয়ে সার্চ করলাম Laptop price in Bangladesh এবং দেখতে পেলাম বেশকিছু বাংলাদেশী ওয়েসাইট চলে এসেছে যেগুলোর মধ্যে থেকে Laptop/Computer এর প্রাইস এবং বিভিন্ন ইনফরমেশন জানতে পারবো।
তো এই যে সার্চ করলাম এখানে আসল বিষয়টি কি হয়েছে? আমি গুগল.কম এ গিয়ে সার্চ করেছি এখানে গুগলের ভূমিকা কি? হুম.... গুগল এখানে একটি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে এমন একটি সফটওয়্যার বা একটি অনলাইন বেস ওয়েবসাইট যেখানে আমরা যে কোনো তথ্য সার্চ করে সহজেই খুজে বের করতে পারি। তারমানে গুগল এখানে সার্চ ইঞ্জিনের ভুমিকা পালন করছে এবং আমি যে তথ্যটি লিখে সার্চ করেছি তার উপর ভিত্তি করে বেশ কিছু টপিক আমার সামনে প্রদর্শিত করেছে।
তবে লক্ষ্য করুন, আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন গুগল একটি আমেরিকান প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও একটি বাংলাদেশী ওয়েবসাইট গুলো কিভাবে সার্চ রেজাল্ট এ আসলো?? এখানে দেখুন ১ম রেজাল্ট হলো RyansComputers.com, যেটি আমাদের দেশের একটি লোকাল কম্পিউটার দোকান। তাহলে আমাদের দেশের একটি লোকাল শপ এর ওয়েবসাইট কেন গুগল এর ফাস্ট পেজে প্রদর্শিত হচ্ছে? তাহলে কি এই প্রতিষ্ঠানের মালিক গুগল কে কোন টাকা দিয়েছে? কিংবা গুগলের সাথে তাদের কি কোনো চুক্তি হয়েছে??
এই পর্বে আমরা শিখবো SEO কি ( What is SEO )? SEO কেন করা হয়?
SEO কথাটির শব্দগত পুরো মানে হলো Search Engine Optimization.
এখান থেকে আমরা কিছুটা আন্দাজ করতে পারি Search Engine এর সাথে কিছু একটা Optimization করাই হলো SEO এর কাজ। বিষটি আরো প্রাকটিক্যলি বোঝা যাবে যদি আমরা একটা উদাহরন দেয়। মনে করুন আমি একটি Laptop/Computer কিনতে চাচ্ছি, তো সেটা কেনার জন্য কিছু জিনিস জানার প্রয়োজন যেমনঃ- কোন Laptop কিনলে ভালো হবে?
- কোন Laptop এর Price কেমন পরবে?
- Laptop কিনব নাকি Desktop?
কিন্তু এছাড়াও একটা ব্যপার আছে সেটা হয়তো আমরা অনেকেই খেয়াল করে দেখিনা। মনে করুন আমি Google.Com এ গিয়ে সার্চ করলাম Laptop price in Bangladesh এবং দেখতে পেলাম বেশকিছু বাংলাদেশী ওয়েসাইট চলে এসেছে যেগুলোর মধ্যে থেকে Laptop/Computer এর প্রাইস এবং বিভিন্ন ইনফরমেশন জানতে পারবো।
তো এই যে সার্চ করলাম এখানে আসল বিষয়টি কি হয়েছে? আমি গুগল.কম এ গিয়ে সার্চ করেছি এখানে গুগলের ভূমিকা কি? হুম.... গুগল এখানে একটি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে এমন একটি সফটওয়্যার বা একটি অনলাইন বেস ওয়েবসাইট যেখানে আমরা যে কোনো তথ্য সার্চ করে সহজেই খুজে বের করতে পারি। তারমানে গুগল এখানে সার্চ ইঞ্জিনের ভুমিকা পালন করছে এবং আমি যে তথ্যটি লিখে সার্চ করেছি তার উপর ভিত্তি করে বেশ কিছু টপিক আমার সামনে প্রদর্শিত করেছে।
তবে লক্ষ্য করুন, আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন গুগল একটি আমেরিকান প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও একটি বাংলাদেশী ওয়েবসাইট গুলো কিভাবে সার্চ রেজাল্ট এ আসলো?? এখানে দেখুন ১ম রেজাল্ট হলো RyansComputers.com, যেটি আমাদের দেশের একটি লোকাল কম্পিউটার দোকান। তাহলে আমাদের দেশের একটি লোকাল শপ এর ওয়েবসাইট কেন গুগল এর ফাস্ট পেজে প্রদর্শিত হচ্ছে? তাহলে কি এই প্রতিষ্ঠানের মালিক গুগল কে কোন টাকা দিয়েছে? কিংবা গুগলের সাথে তাদের কি কোনো চুক্তি হয়েছে??